যক্ষ্মা। শব্দটির উৎপত্তি রাজক্ষয় থেকে। ক্ষয় বলার কারণ, যক্ষ্মায় আক্রান্ত রোগীরা খুব শীর্ণ বা রোগা হয়ে পড়েন। মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামক জীবাণুর প্রভাবে হয় সংক্রামক এই রোগটি। যক্ষ্মার জীবাণু যে কেবল ফুসফুসকে আক্রান্ত করে তা কিন্তু নয়, এটি মস্তিষ্ক থেকে শুরু করে, ত্বক, অন্ত্র, লিভার, কিডনি, হাড়সহ দেহের যেকোনো অঙ্গপ্রত্যঙ্গকে সংক্রমিত করতে পারে। তবে ফুসফুসে যক্ষ্মার সংক্রমণের হার সবচেয়ে বেশি।
বিষয়: যক্ষ্মার রক্ষা সঞ্চালক: রাশেদ বাপ্পী
অতিথি: ১. অধ্যাপক ডা. সামিউল ইসলাম
লাইন ডিরেক্টর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি
এবং ২. ডা. মোহাম্মদ আব্দুল হামিদ সেলিম
এমডিআর টিবি অ্যান্ড গ্লোবাল ফান্ড অ্যাডভাইজার, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম