শিরিন আক্তার। জন্ম সাতক্ষীরা জেলায়। ছোটবেলা থেকেই দৌড়ঝাপের প্রতি তার অবাধ ভালোবাসা। সেই ভালোবাসাই আজ তাকে এনে দিয়েছে দেশের দ্রুততম মানবীর খেতাব।
জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটারে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে দেশের নারী অ্যাথলেটদের মাঝে শীর্ষে অবস্থান করছেন শিরিন।
দেশ সেরা নারী স্প্রিন্টার শিরিন আক্তারের গল্প থাকছে এবারের প্রতিবেদনে।