SomoyNews.TV

বইমেলা

আপডেট- ০৯-০২-২০১৭ ২২:৪৩:৫১

নবম দিনে মেলায় ১শ' পঁচিশটি নতুন বই প্রকাশিত

book-fair

অমর একুশে গ্রন্থমেলার নবম দিনও ছিল লেখক-পাঠক-প্রকাশকদের পদচারণায় মুখর। বৃহস্পতিবার বিকেলে বইমেলা শুরুর প্রহর থেকেই দীর্ঘ সারি দেখা যায় দর্শনার্থীদের।

নবম দিনে মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে একশ পঁচিশটি। এ নিয়ে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো আটশোরও বেশি।

বিশিষ্ট লেখকদের পাশাপাশি তরুণ লেখকদের বই কিনতেও দেখা যায় উৎসুক পাঠকদের। বেচাকেনা ভালো হলেও ছুটির দিনগুলোতে আরো বেশি ক্রেতা সমাগমের প্রত্যাশা বিক্রেতাদের।

শুক্র ও শনিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে শিশু প্রহর। এরপর বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলবে বইমেলা।