বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষা নিয়মিত করাসহ ৫ দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।
শিক্ষানবিশ আইনজীবীদের ৫ দফা দাবিগুলো হলো−
১. অবিলম্বে চলতি বছরের এনরোলমেন্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা। ২. লিখিত পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ও এমআর শিট সংযোজন করা হোক।
৩. লিখিত পরীক্ষার খাতা সব বিচারককে দেখার ব্যবস্থা করতে হবে। এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৪. লিখিত পরীক্ষার খাতা রিভিউ করার সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৫. অবিলম্বে ২০১৭ সালের সুপ্রিম কোর্টের রায় কার্যকরীকরণ পূর্বক প্রতিবছর এনরোলমেন্ট পরীক্ষা নিতে হবে।