বাগেরহাটের ফকিরহাট থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন খবর দিলে থানা ভবনের পেছনে ভৈরব নদীর চর থেকে হরিণটি উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ একটি হরিণ উদ্ধার করেছে। হরিণটি সদর উপজেলার একটি বিনোদন কেন্দ্র চন্দ্র মহলের। চন্দ্র মহল কর্তৃপক্ষ তাদের কাছে থাকা বৈধ কাগজপত্র নিয়ে গেলে ফকিরহাট থানা পুলিশ হরিণটি তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, হরিণটির বিষয়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সাথেও আমাদের কথা হয়েছে। হরিণটি সুন্দরবন থেকে আসেনি বা সুন্দরবন থেকে কেউ আনেনি।