কলকাতা বইমেলায় নানা আয়োজনের উদযাপন করা হলো বাংলাদেশ দিবস। এ উপলক্ষে বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ।
প্রতিবারের মতো এবারও কলকাতা বইমেলায় উদযাপন করা হয়েছে বাংলাদেশ দিবস। রোববার (১০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস এবং মেলার আয়োজক বুক সেলার্স গিল্ডের উদ্যোগে বাংলা সাহিত্য ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালেদ।
মেলার পাঠক ও দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে তুলে ধরাই এ দিবসের লক্ষ্য। প্রায় দুই দশক ধরে কলকাতা বইমেলায় দিবসটি উপলক্ষে নানা আয়োজন হয়ে আসছে। বাংলাদেশ দিবস উদযাপনকে দুই বাংলার আরেকটি মিলনমেলা হিসেবে দেখছেন আয়োজক ও বিশিষ্টজনরা।
প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, এমনিতে কথা বললে তো কেউ মন দিয়ে শোনে না। তাই দিবস পালন করে সবার উদ্দেশ্যে কথা বলতে হয়।
কলকাতা বই মেলায় সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, প্রতিবছর বাংলাদেশ দিবসে বাংলা ভাষা ও বাংলাদেশি সংস্কৃতির চর্চা করা হয়।
সোমবার শেষ হচ্ছে কলকাতা বইমেলা। তাই রোববার মেলা প্রাঙ্গণে ছিলো বইপ্রেমীদের উপচে পড়া ভিড়।