৩ মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার, উচ্ছ্বাসে ভাসছে ম্যানসিটি
তিন মৌসুম পর ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় উল্লাসে মাতোয়ারা ম্যানচেস্টার সিটি সমর্থকরা। শিরোপা নিশ্চিত হতেই অনেকে জড়ো হন সিটির মাঠ এতিহাদ স্টেডিয়ামের সামনে। ভক্তদের প্রত্যাশাটাও বেড়ে গেছে। সামনের মৌসুমে দল চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এমন স্বপ্নও দেখছেন অনেকে। আর ভালো-খারাপ সব সময় সমর্থন দেয়ায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানান সিটিজেন অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।
অন্য ক্লাবগুলোর সঙ্গে ব্যবধানটা ম্যানচেস্টার সিটি এতটাই গড়ে নিয়েছিলো যে, শিরোপা থেকে শুধু সময়ই ছিলো তাদের প্রতিপক্ষ। গেলো সপ্তাহে উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিলো সিটিজেন সমর্থকরা। কিন্তু ম্যান ইউনাইটেডের কাছে হেরে ভেস্তে যায় সেই স্বপ্ন। তবে তা বেশী বিলম্বিত হয়নি। ঘুরে ফিরে সেই ইউনাইটেডই তাদের আগাম উপলক্ষ এনে দেয়।
ওয়েস্ট ব্রমের কাছে ঘরের মাঠে রেড ডেভিলরা হারবে তা হয়তো কেউই ভাবেনি। ঘরে কিংবা পাবে তারপরও টিভির সামনে বসেছিলেন সবাই। ফুটবল বিধাতা বলে যদি কেউ থেকে থাকেন, তার কাছে ঠিকই পৌঁছেছে সিটিজেন ভক্তদের প্রার্থনা। রেড ডেভিলদের হারে নিশ্চিত হয় সিটির শিরোপা। খেলোয়াড়-সমর্থক সবাই মেতে ওঠেন আনন্দে। জড়ো হন স্টেডিয়ামের সামনে।
ভক্তরাই ক্লাবের প্রাণ। তাদের আনন্দ দিতেই মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেন ফুটবলাররা। এমন উপলক্ষে সবসময় সমর্থন দেয়া ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।
'ভালো-খারাপ, সব সময়ই ভক্তরা আমাদের পাশে ছিলো। প্রথমেই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরো মৌসুমে ধারাবাহিকভাবে খেলেই আমরা শিরোপা জিতলাম। সবার মতো আমিও খুব খুশী।' বলছিলেন সিটিজেনদের দলপতি।
মৌসুমের শুরু থেকে একমাত্র সিটিই ছিলো ধারাবাহিক। পরিসংখ্যানে মাঠের সব বিভাগেই অন্য দলগুলোর চেয়ে এগিয়ে তারা। তাই তো প্রতিপক্ষ ক্লাবের সমর্থকও তাদের ভাসিয়েছে প্রশংসায়। প্রথম স্প্যানিশ ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলা জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। আগেই ঝুলিতে পুরেছেন লিগ কাপ। তবে এবার ইউরোপ সেরা হতে না পারলেও, ভক্তদের সেই স্বপ্নটা তোলা আগামী মৌসুমের জন্য।
এক সমর্থক বলেন, 'আমি কিছুটা চিন্তায় ছিলাম। কিন্তু শিরোপা জেতায় এখন নির্ভার লাগছে।'
অপর একজন বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবার জিততে পারিনি। কিন্তু সামনের মৌসুমে আমরাই শিরোপা জিতবো।'
সিটির সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোও। টুইট করেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড আর গেলো আসরের চ্যাম্পিয়ন চেলসিও।
রিয়াল-বার্সা-পিএসজিকে ছাড়িয়ে ম্যানচেস্টার সিটির স্কোয়াড বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। মূলত ২০০৮ সালে মনসুর বিন আল নাহিয়ান সিটি কিনে নেয়ার পর থেকেই সফলতা শুরু ক্লাবটির। ২০১২ সাল থেকে তিনটি প্রিমিয়ার লিগসহ তারা জিতেছে ৮টি শিরোপা।