রাজধানীর গুলশানের জুয়েলারিতে চুরির ঘটনা রহস্যজনক বলে দাবি করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ ডিবি ও সিআইডি তদন্ত শুরু করেছে বলে দাবি করা হয়েছে।
মালিক পক্ষের দাবি, গুলশান দুইয়ের ডিসিসি মার্কেটে থাকা নিউ আমিন জুয়েলার্সের দোকানটি পহেলা বৈশাখ রাত দশটার দিকে বন্ধ করা হয়।
এরপর রোববার সাপ্তাহিক ছুটির শেষে সোমবার সকালে দোকান খুলে সিন্ধুকের টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানতে পায়। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা চুরি গেছে তা এখনো পরিমাপ করতে পারেনি দোকান কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এর মধ্যেই দোকানটির ছাদ ভেঙে দোকান চুরির আলামত পাওয়া গেছে। চুরি করার পর ছাদটি ঢালাই করে রাখা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ঘটনায় অভিযোগ করা হলেও এখনো কোনো মামলা করা হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, 'সিসি ক্যামেরা হলো অনেক বড় একটা গার্ড। তবে দুঃখজনক হলো, সিসি ক্যামেরা দিনের বেলায় চলে রাতে উনারা এটি বন্ধ করে দিয়ে যান। অনেক স্বর্ণ ছিলো, শো-কেসভর্তী স্বর্ণ ছিলো। সেখান থেকে একটা স্বর্ণও কিন্তু হাত দেয়নি। আবার সব টাকাও নেয়নি। কাজেই এখানে একটু সন্দেহ হয়। ধানমন্ডিতে ব্র্যাক ব্যাংকে চুরি হয়েছিলো। প্রায় একশটা লকার ভেঙ্গে সব টাকা বস্তায় ভরে নিয়ে গিয়েছিলো কিন্তু এখান সুযোগ থাকার পরেও সেটা করেনি।'