কাঠমাণ্ডুতে বিধ্বস্ত বিমানের কো-পাইলট প্রিথুলা রশিদের বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ সামাজিক যোগাযোগ মাধ্যম।
সিকিম মেসেঞ্জার নামের একটি নেপালি গ্রুপের ফেসবুক পোস্টে বলা হয়, তার তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বিমানে থাকা নেপালের অন্তত ১০ নাগরিক বেঁচে যান।
ওই পোস্টে প্রিথুলার এই বীরত্বের জন্য তাকে ডটার অব বাংলাদেশ বলে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, তিনি নিজের জীবন উৎসর্গ করে যাত্রীদের বাঁচাতে এগিয়ে আসেন। বাংলাদেশের বহু ফেসবুক ব্যবহারকারী এই পোস্টটি শেয়ার দিলে, অনলাইনে সেটি ভাইরাল হয়।
সোমবার বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
বিমান দুর্ঘটনায় নিহত ৫০ জনের মধ্যে, বেশিরভাগের মৃতদেহ পুড়ে যাওয়ায় সবার পরিচয় শনাক্তে সময় লাগছে। ওই ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা এরই মধ্যে তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। বিমান বিধ্বস্ত হওয়ার পর পুরো নেপাল থমকে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এ দুর্ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি শোক জানিয়েছে ভারত, ভুটান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর থেকেই, সোমবার কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন বিমানে থাকা যাত্রীদের স্বজনেরা। একে একে মৃত্যুর খবর আসতে থাকলে স্বজন হারা আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। দুর্ঘটনায় নিহতদের অনেকের মৃতদেহ আগুনে পুড়ে যাওয়ায় সবার পরিচয় শনাক্ত সময়সাপেক্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবারের বিমান দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হলেও, প্রাণে বেঁচে গেছেন ২২ জন।
নিজের জীবন দিয়ে ১০ নেপালি যাত্রীর প্রাণ বাঁচিয়ে গেলেন কো-পাইলট প্রিথুলা | Daughter Of Bangladesh (ভিডিও)